ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় অপহরণের তিনদিন পরে মাদরাসা ছাত্রের ড্রাম ভর্তি লাশ উদ্ধার, ঘাতক আটক

কালের কথা
অক্টোবর ২৩, ২০২৩ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইব্রাহীম খলীল, পাথরঘাটা, বরগুনা।বরগুনার পাথরঘাটায় অপহরণ হওয়া মাদরাসার ছাত্র মো. হাসিবুল ইসলাম (১৩) এর লাশ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ ও বরগুনা জেলা ডিবি।

উল্লেখ্য গত (২০ অক্টোবর) শুক্রবার রাতে পাথরঘাটা প্রেসক্লাবের সামনে থেকে বাসায় ফেরার পথে পূজা দেখতে যাওয়ার কথা বলে মো. হাসিবুল ইসলাম কে অপহরণ করা হয়। হাসিবুল ইসলাম পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।
হাসিবুল ইসলাম পাথরঘাটা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড গহরপুর মো. শফিকুল ইসলাম এর ছেলে।

হাসিবুল ইসলাম এর পরিবার সূত্র থেকে জানা যায় যে,
গত শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে তার পিতা কর্তৃক পরিচালিত চায়ের দোকান থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয় । অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি, পরে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়, তাৎক্ষণিক বিষয়টি পাথরঘাটা থানায় অবহিত করা হয় এবং একটি সাধারণ ডায়েরি করা হয় ডায়েরি নং-৯৯১।

পরে পাথরঘাটা থানা পুলিশ ও বরগুনা জেলা ডিবি তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক আব্দুল্লাহ আল নোমানকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের কুপধন এলাকার জঙ্গল থেকে ড্রাম ভর্তি অবস্থায় হাসিবুল ইসলাম এর লাশ উদ্ধার করা হয়।

ঘাতক আব্দুল্লাহ আল নোমান (তানভীর) জানায় সে এবং তার বন্ধু সুমন মিলে হাসিবকে অপহরণ করে পাথরঘাটার একটি বাসায় আটকে রাখে এবং শনিবার বিকেলে তাকে মারধর করে ভিডিও ধারন করে পরিবারের কাছে পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করে, মুক্তিপণ তাড়াতাড়ি পাওয়ার জন্য হাসিবুলের গলায় ফাঁস দিয়ে ভিডিও করলে তার কিছুক্ষণ পরেই মারা যায়, পরে তার শ্যালক আঃ রহিম এর সহায়তায় অটো গাড়িতে করে লাশ ফেলে আসে। ঘাতক আব্দুল্লাহ আল নোমান একই এলাকার ক্বারী মহিবুল্লার ছেলে।

জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, মাদরাসার ছাত্র হাসিবুল ইসলাম হত্যার ঘটনায় ঘাতক নোমান ও তার স্ত্রী, শাশুরি, শ্যালকসহ নয় জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। হাসিবুল হত্যার দায়ে ঘাতক নোমানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: