ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় ট্যাক্সের টাকার জন্য রাতের আঁধারে সুপারি চুরির অভিযোগ

কালের কথা
নভেম্বর ৫, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে পরিষদের ট্যাক্সের টাকা আদায় করার নামে রাতের আঁধারে সুপারি চুরির অভিযোগ উঠেছে জাকির (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জাকির রায়হানপুর ৪ নং ওয়ার্ডের মো. রত্তন মুন্সির ছেলে। জানা গেছে জাকির ওই ওয়ার্ডের বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে।

সরেজমিনে গিয়ে জানা যায় যে, গত বৃহস্পতিবার রাতে ওই এলাকার দেলোয়ারের ছেলে আরিফ (১৬) ও সোহরাব এর ছেলে মনিরুল (১৩) কে সাথে নিয়ে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ হাজির বাড়িতে মিটিংয়ে অংশ নেয়, পরে মিটিং শেষে এলাকার আরেক শহিদ চাকর নামের প্রবাসীর বাড়িতে গিয়ে রাত সাড়ে আটটার দিকে গাছের প্রায় ১ হাজার পিচ পাকা সুপারি চুরি করে বাড়িতে আসার পথে এলাকার লোকজনের চোখে পড়লে জাকির ঘরের পাশের পুকুরে সুপারি গোপন করার চেষ্টা করে। পরে এলাকার লোকজন সুপারি উদ্ধার করে ওই এলাকার শাহজাহানের কাছে জমা রাখে।

জানতে চাইলে অভিযুক্ত মনিরুল “কালের কথা” কে বলেন ওইদিন সন্ধ্যার পরে আমাদেরকে মিটিংয়ের কথা বলে নিয়ে যায়, পরে মিটিং শেষে বলে যে আমি এ বাড়িতে ট্যাক্সের টাকা পাবো তাই গাছ থেকে সুপারি নিয়ে যাবো, এ কথা বলে আমি ও আরিফকে গাছে উঠিয়ে দেয় আর জাকির টর্চ লাইট ধরে, পরে যখন এলাকার লোকজন আমাদেরকে দেখতে পায় তখন সুপারি জাকিরের পুকুরে ফেলে দেয় এবং আমরা দু’জন জাকিরের ঘরে তার বিছানায় শুয়ে থাকি।

জাকিরের বাড়িতে গণমাধ্যমকর্মী ও এলাকার লোকজন কথা বলতে গেলে তাদেরকে দেখেই জাকির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

জানতে চাইলে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদল হোসেন বলেন, গত বছর আমার ওয়ার্ডে কোন চৌকিদার না থাকায় ওই এলাকার ট্যাক্স আদায়ের জন্য জাকিরকে দায়িত্ব দেয়া হয়, তবে সকল ট্যাক্সের টাকা ও রশিদ পরিষদে সে জমা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: