ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের ভাংগারী ব্যবসায়ীর পাথরঘাটায় মৃত্যু!

কালের কথা
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

ইব্রাহীম খলীল, পাথরঘাটা, বরগুনা।
বরগুনার পাথরঘাটার কাকচিড়া বাজারে মিঠু (৫৫) নামের এক ভাংগারী ব্যবসায়ী মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে কাকচিড়া বাজারে হটাৎ অসুস্থ হয়ে তিনি মারা যায়।
মৃত মিঠু গোপালগঞ্জ কোটালিপাড়া উপজেলার পিনজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের আদিল উদ্দিন এর ছেলে।

সরেজমিনে উপস্থিত হয়ে জানা যায় যে, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কাকচিড়া বাজারের পূর্ব দিক থেকে একটি অটো গাড়িতে উঠে বাজারের পশ্চিম মাথায় নৌ-পুলিশ ফাঁড়ীর সামনে আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরে রাত ৮ টার দিকে ব্যবসায়ী মিঠু মৃত্যু বরণ করে। মৃত মিঠুর বাড়ি গোপালগঞ্জ তবে তিনি দীর্ঘ প্রায় ১০/১২ বছর ধরে কাকচিড়া বাজারে ভাংগারীর ব্যবসা করতো, গত ২ বছর ধরে তার পরিবার নিয়ে কাকচিড়া বাজারে ভাড়া বাসায় থাকতো, বাজারের সকলের সাথেই তার সু-সম্পর্ক ছিলো, তার মৃত্যুতে বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ সকল ধরনের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।।

কাকচিড়া বাজারের স্থানীয় চিকিৎসক মো. গোলাম কবির জানান, তার হার্ট ব্লক হওয়ার কারনেই সে মারা যায়, তিনি আরো বলেন মৃত মিঠু’র আগে থেকেই হার্টের অসুখ ছিলো, অসুস্থ অবস্থায় আমার কাছে নিয়ে আসলে সাথে সাথে অক্সিজেন লাগাই এরপরে ২/৩ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
পরে তার মরদেহ গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, তার মৃত্যুর ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসে নাই, তবে যতটুকু শুনেছি তাতে তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলে মনে করি, তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: