ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রায়হানপুর ইউনিয়ন পরিষদের তৎপরতায় গাঁজাসহ আটক- ২

কালের কথা
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

ইব্রাহীম খলীল,পাথরঘাটা,বরগুনা।
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে কেনা-বেচার সময় ৭ প্যাকেট গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেমুয়া কিন্ডারগার্টেন সংলগ্ন রাস্তায় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান সোহাগ ও স্থানীয় জনতার সহযোগীতায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো রায়হানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে মো. মোফাজ্জল (৬০) ও একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শাহ জামালের ছেলে মো. রায়হান (১৭)।

ইউপি সদস্য আসাদুজ্জামান সোহাগ বলেন, এলাকা মাদকমুক্ত রাখতে সবসময়ই আমরা চোখ-কান খোলা রাখি, বিকেলে আমার ওয়ার্ডের স্থানীয় জনতার কাছে খবর পেয়ে গাঁজাসহ রায়হানকে আটক করি, পরে বিক্রেতার খোঁজ করলে মোফাজ্জলের নাম বলে অত:পর মোফাজ্জলকেও আটক করতে সক্ষম হই, দু’জনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নিকটে হস্তান্তর করি।

জানতে চাইলে রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম বলেন, রায়হানপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে, তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান সোহাগ স্থানীয় জনতার সহযোগীতায় তাদেরকে আটক করে আমার কাছে নিয়ে আসে, পরে পাথরঘাটা থানায় বিষয়টি অবগত করি। তবে আটক হওয়া দু’জনের পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের পক্ষ থেকে দু’জনকেই “মাদক নিরাময় কেন্দ্র (রিহ্যাব সেন্টার) বরিশালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: