পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদারকে বদলিজনিত বিদায় সম্মাননা প্রদান করেছে পাথরঘাটা প্রেসক্লাব ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে নান্দনিক পরিবেশে এই সংবর্ধনা প্রদান করা হয়।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাথরঘাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাবেক সভাপতি খলিলুর রহমান শাহীন, সাবেক সভাপতি চৌধুরী মোহম্মদ ফারুক,প্রেসক্লাবের সহ সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজমুল হক সেলিম, মোঃ জাকির হোসেন খান, অমল তালুকদার, মোঃ শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
এ সময় সাংবাদিকরা বিদায়ী ইউএনওকে উদ্দেশ্য করে বলেন, আপনি পাথরঘাটার মানুষের জন্য যে কাজ করেছেন পাথরঘাটা বাসি আজীবন মনে রাখবে। বিশেষ করে পাথরঘাটা পর্যটন কেন্দ্র সমূহের মধ্যে অন্যতম হরিণঘাটা পর্যটন কেন্দ্র কে সৌন্দর্যমন্ডিত করনসহ পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে আই লাভ ফলক ও নান্দনিক ইলিশ ভাস্কর্য আপনাকে মনে করিয়ে দেবে সার্বক্ষণ। পাথরঘাটায় হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্পে পাকা ৫৯৫ টি ঘর নির্মাণ করে ভূমিহীনদের আশ্রয় প্রদানের সহায়তা করেছেন।
সদ্য বিদায়ী ইউএনও সুফল চন্দ্র গোলদার পাথরঘাটার সকল সাংবাদিক ও জনগণের উদ্দেশ্য বলেন, পাথরঘাটা উপজেলায় দায়িত্বরত অবস্থায় সকলের ভালোবাসা ও সহযোগীতা পেয়ে আমি বিভিন্ন স্তরে কাজ করতে সক্ষম হয়েছি, পাথরঘাটার সকলের প্রতি আমার ভালোবাসা চিরকাল থাকবে।