ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালকসহ নিহত ৩

কালের কথা
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ইব্রাহীম খলীল, পাথরঘাটা, বরগুনা।
বরগুনার পাথরঘাটায় সড়কে থামানো ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সাকিব (১৬), রাকিব (২০) ও তানভীর (১৬) নামে তিন যুবক ও কিশোর নিহত হয়েছে। 
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রায়হানপুর ৭নং ওয়ার্ডের আলমগীর হাওলাদার বাড়ির সামনে লেমুয়া-কাকচিড়া সড়কে এ ঘটনা ঘটে। 
নিহত সাকিব, ১নং রায়হানপুর ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে। রাকিব, ৬ নং কাকচিড়া ইউনিয়নের খাসতাবক বাবুল হাওলাদারের ছেলে। তানভীর, কাকচিড়া ইউনিয়নের খাসতাবক নাসির হাওলাদারের ছেলে। জানাগেছে নিহত তিনজনই কলেজের ছাত্র। 
ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান যে, কাকচিড়া বাজারের পোল্ট্রি খাবারের ব্যবসায়ী সোহেল পহলানের গোডাউনে খবার নিয়ে আসা ট্রাকটি রাস্তার উপরে থামানো ছিলো তবে ট্রাকে কোন বাতি জ্বালানো ছিলো না, এদিকে লেমুয়া বাজার থেকে কাকচিড়ার দিকে একটি বাতি (হেড লাইট) বিহীন মোটরসাইকেল আসার পথে হঠাৎ করেই থামানো ট্রাকের সাথে ধাক্কা লাগে, এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আগাত লাগে, ঘটনাস্থলেই একজন নিহত হয়, নিহত সহ আহতদের কাকচিড়া বাজারে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে চিকিৎসাধীন হাসপাতাল (সাবেক এলাহী জেনারেল হাসপাতাল  বর্তমানে মফজ্জল হোসেন হসপিটাল) এর কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের কাছে  তিনজনের একজন জীবিত অবস্থায় নিয়ে আসা হয়, সাথে থাকা দুজন নিয়ে আসার পূর্বেই নিহত হয়, নিয়ে আসার অল্প সময়ের মধ্যেই জীবিত থাকা (রকিব) নিহত হয়।  
কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ও রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর শোনামাত্রই আমরা হাসপাতালে উপস্থিত হয়েছি, তিনজনই নিহত হয়েছে, ইতিমধ্যে আমরা নিহতদের পরিবার ও পাথরঘাটা থানায় সংবাদ জানিয়েছি।
এদিকে খাসতাবক এলাকার কয়েকজনে জানান, রাকিবের বাড়ি রায়হানপুর হলেও রাকিব খাসতাবক তার নানা বাড়িতেই বেশি থাকতো, তারা আরো জানান সাকিব লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতো তার মোটরসাইকেলের বাতি (হেড লাইট) সমস্যা ছিলো, ঐ সমস্যার কারনেই হয়তো আজকে এ দূর্ঘটনার কবলে পড়েছে।
জানতে চাইলে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) মো. সাইফুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে টিমসহ আমরা লাশের নিকট উপস্থিত হয়েছি, লাশের সুরতহাল শেষে সিদ্ধান্ত নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: