ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় পাওনা টাকা চাইতে গেলে চাচার বিরুদ্ধে ভাতিজির মামলা

কালের কথা
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান টুলু, বরগুনা।

বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের পূর্ব রায়ভোগ গ্রামে পাওনা টাকা চাইতে গেলে মেয়েকে দিয়ে ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে আসামি ছগিরের স্ত্রী বলেন সিদ্দিক বসতঘর উঠানোর সময় আমার স্বামীর কাছ থেকে ৬০ হাজার টাকা ধার বাবদ নিয়ে থাকেন। কিছুদিন পর টাকা চাইতে গেলে সিদ্দিক টাকা না দেওয়ার তালবাহানা শুরু করেন। একপর্যায়ে কথার কাটাকাটি হলে সিদ্দিক এই সুযোগে মেয়েকে দিয়ে আমার স্বামীর বিরুদ্ধে নারী শিশু আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। স্থানীয়রা বলেন সিদ্দিক এলাকায় মামলাবাজ সিদ্দিক নামে পরিচিত তিনি এলাকা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে হায়রানি করেছেন গরীব অসহায় মানুষকে। গত ইংরেজি ২৪/০৫/২০২৩ তারিখে সিদ্দিক ছগিরের বিরুদ্ধে যে মামলা টি করেছে মেয়ে দিয়ে তা সম্পূর্ণ মিথ্যা এরকম ঘটনা ঘটলে আমরা এলাকাবাসীর বিষয় টি জানতাম।

ছগির- সিদ্দিক সম্পর্কে ভাই ভাই একি বাড়িতে বসবাস করেন তবে উভয়ের মধ্যে একটি টাকার লেনদেন রয়েছে। মামলার বিবরনে ঘটনাস্থল যেখানে উল্লেখ করেছেন ওই এলাকাবাসীরা বলেন মেয়ে নিয়ে ইভটিজিং বা টানা হেচরা এরকম কোন ঘটনায় এখানে আদৌ ঘাটে নাই।

রায়ভোগ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জাফর বলেন ওই কিশোরী আমার প্রতিষ্ঠানের ছাত্রী এরকম ঘটনা ঘটলে আমি জানতাম সিদ্দিকের মেয়ে ছগিরের ভাতিজি হয় কিভাবে এটা সম্ভব। আমার মনে হয় মামলার তদন্তে সঠিক হয় নাই । বরগুনা নারী শিশু ট্রাইব্যুনাল আদালতে দুইজনকে আসামি করে মোসাম্মৎ রোজিনা মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: