আনিসুর রহমান টুলু, বরগুনা।
বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (০৩ সেপ্টেম্বর ) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ পালন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আহ্বায়ক প্রফেসর (অব.) মোস্তফা জামান।
এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক চিত্ত রঞ্জনশীল, সদস্য সচিব অধ্যাপক (অব.) রফিকুর ইসলাম টুকু, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান, নাগরিক ফোরামের সম্পাদক মনির কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, খেলাঘর সাধারণ সম্পাদক মুশফিক আরিফ প্রমুখ।
সমাবেশ শেষে বরগুনার জেলা প্রশাসকের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।