ইব্রাহীম খলীল, পাথরঘাটা (বরগুনা):
বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রাষ্ট্রীয় আইনে নাস্তিক আসাদ নূরের ফাঁসির দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় সকল নবী প্রেমিকদের উদ্যোগে উপজেলার কাকচিড়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
রায়হানপুর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের রায়হানপুর ইউনিয়নের সভাপতি সিকদার মোহাম্মাদ রাজু’র নেতৃত্বে বড় একটি মিছিল বাজার প্রদক্ষিণ শেষে বাজারের পশ্চিম মাথায় শত শত লোকের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় আলোচনা করেন, রায়হানপুর সিনিয়র আলিম মাদ্রাসার সহ. শিক্ষক মাওঃ আবু হানিফ ও আরবি প্রভাষক মাওঃ হাফিজুর রহমান, আরো আলোচনা করেন, কাকচিড়া সওতুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা-পরিচালক ও সাংবাদিক হাফেজ মোঃ ইব্রাহীম খলীল, কাকচিড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ শাহ মোঃ আসাদুল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ রায়হানপুর ইউনিয়নের ছদর মোঃ সহিদুল ইসলাম, কাকচিড়া বাজার আব্দুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান, লেমুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ সিরাজুল ইসলাম শাহিন সহ বিভিন্ন মসজিদের ইমাম – মাদ্রাসার শিক্ষকসহ ছাত্রলীগকর্মী ও এলাকার নানান পেশার লোকজন।
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসলাম ধর্মের শেষ নবী মুহাম্মাদ সা. কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আসাদ নূর নামের এক নাস্তিক,
তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে এই নাস্তিকের সর্বোচ্চ ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
আসাদ নূর (৩৮) বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় ২০১৭ সালের ডিসেম্বরে আসাদ নূরকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। পরের বছর আগস্টে তিনি জামিনে মুক্তি পেলেও ইসলামি দলগুলো তাঁর জামিনের বিরোধিতায় বিক্ষোভ করে।
পরবর্তীতে তাঁকে অন্য একটি মামলায় আবার আটক করা হয়। সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি জামিনে মুক্ত হয়ে দেশের বাইরে চলে যান।
তবে তাঁর বর্তমান অবস্থান জানাতে অস্বীকার করেছেন আসাদ নূর। চলমান দেশের বিভিন্ন অঞ্চলে আসাদ নূরের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধনের পাশাপাশি গত মঙ্গলবার রাতে আসাদ নূরের গ্রামের বাড়িতে তল্লাশি চালায় আমতলী থানা পুলিশ, কিন্ত পালিয়ে থাকার কারনে আসাদ নূরের সন্ধান মেলেনি।
সমাবেশে বক্তারা এই নাস্তিকের রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ ফাঁসির দাবি জানান এবং এ ধরেন সকল নাস্তিকদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সবশেষে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।