ইব্রাহীম খলীল, পাথরঘাটা (বরগুনা):
বরগুনার পাথরঘাটায় খামারির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির গৃহকর্তা কবির খাঁ কে কুপিয়ে জখম করে। পাথরঘাটা দক্ষিণ কালমেঘা কালীবাড়ি গ্রাম ঘটনা ঘটে। এসময় ওই পরিবারের ৪ ভরি স্বর্ণ ও আড়াই লাখ টাকা নিয়ে যাওয়া ঘটনার অভিযোগ পাওয়া যায়।
সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পরে বাড়ির পাসের লোকজন আহত কবির খাঁ কে পাথরঘাটা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
আহত কবির খাঁ এর স্ত্রী বিলকিস বেগম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমি ও আমার ২ ছেলেকে নিয়ে শুয়ে পরি আমার স্বামীর মামাী মারা যাওয়া সে তাদের বাড়িতে ছিলো,রাত ১ টার দিকে আসে সে,পরে ঘুমিয়ে পরলে রাত দেড়টার দিকে ডাকাতদল তাদের ঘরের মধ্যে ডুকে অতর্কিত মারধর শুরু করেন। আমরা ডাকচিৎকার দিলে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল অস্ত্রের মুখে জিম্মি করে লোহার রড ও সাবল দিয়ে আমার স্বামী কবির খাঁ মাথায় আঘাত করেন এবং বলে ঘরে রাখা ২ লাখ ৪০ হাজার টাকা আছে তা দেয়ার জন্য।
এদেরর মধ্যে কয়েকজনে ট্রাঙ্ক ভেঙ্গে তার মধ্যে থেকে স্বর্ণের চেইন, চুড়ি, কানের দুল, নুপুর বের করে নিয়ে যায়। সেখানে প্রায় ৪ ভরি স্বর্ণ ছিল। এসময় জমি কেনার জন্য রাখা নগদ আড়াই লাখ টাকাও ২টি মুঠো ফোন নিয়ে যায়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ জানান, রাতে আহত অবস্থায় ১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের কাছে সুনেছি ডাকাতের হামলায় তারা আহত হয়েছে। গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
পাথরঘাটা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ছালেহ বালেন, এ নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
পাথরঘাটা, বরগুনা।