পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ওয়ারিশদের জমি জবরদখলের অভিযোগ ওঠেছে আপন ভাই আব্দুস সোবাহান হাওলাদারের বিরুদ্ধে।
এ ঘটনায় মৃত শাহজাহান হাওলাদারের বড় ছেলে মোঃ কবির মাঝি চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল ও বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হোসাইনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে মোঃ কবির মাঝি ও তার মা মোসা. মরিয়ম বেগমসহ পরিবারকে প্রতিনিয়ত খুনজখমের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন চাচা আব্দুস সোবাহান হাওলাদার, চাচাতো ভাই মাসুম হাওলাদার, কালাম হাওলাদার, আল আমিন হাওলাদার। এ ঘটনায় মোঃ কবির মাঝি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।
মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ কবির মাঝি বলেন, সালিশি ব্যবস্থা করে ২৫ শতাংশ জমি পেয়েছি। তার মধ্যে ১৮ শতাংশ আমরা ভোগগদখল করছি, আরও ৭ শতাংশ জমি চাচা আব্দুস সোবাহান হাওলাদারের জবরদখলের চেষ্টা করছেন। ওই ৭ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বুঝ দিচ্ছে না চাচা আব্দুস সোবহান। এ জমির বুঝ নিতে গেলে খুন-জখমের হুমকি দিয়ে আসছেন চাচা ও চাচাতো ভাইরা। এতে তারা সালিশি ব্যবস্থা মানছেন না।
মোঃ কবির মাঝি’র মা মোসা. মরিয়ম বেগম বলেন, আমার বসতবাড়ির ১৯টি কাঁঠাল, বেশ কিছু পেঁপে ও ওই জমির একটি কচু খেত তুলে নিয়ে নষ্ট করছে আমার দেবর আব্দুস সোবাহান হাওলাদার ও তার ছেলেরা। আমার স্বামী শাহজাহান হাওলাদারের মৃত্যুর পর থেকে বসতবাড়ির জমি থেকে উৎখাতের পায়তারা করছে। একই সঙ্গে আমাদের হুমকি দিয়ে খুনজখমের ভয়ভীতি দেখাচ্ছে।
মৃত শাহজাহান হাওলাদারের ভাই নূরুল ইসলাম হাওলাদার বলেন, আমার ভাই মৃত শাহজাহান হাওলাদারের জমি জবর দখলের মতো আমি ও আমার অপর ভাই বাদল হাওলাদার এবং বোন শেফালী বেগমেরও ৪৫ শতাংশ জমি জবর দখল করে আছে ওই ভাই আব্দুস সোবাহান হাওলাদার। তার (আব্দুস সোবাহান) বিরুদ্ধে পরিবারের সবারই জমি দখলের ওই একই অভিযোগ রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে আব্দুস সোবাহান হাওলাদার বলেন, বেশ কয়েক বার শালিশ হয়েছে, তবে ফয়সালা হয়নি। আর কাঁঠাল নেয়া ও কচু খেত নষ্ট করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
এ ব্যাপারে চরদুয়ানী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (হোগলাপাশা) ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন বলেন, চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল ও বরগুনা জেলা পরিষদের সদস্য এনামুল হোসাইনের কাছে দেয়া কবির মাঝি’র দুইটি অভিযোগের সালিশ ব্যবস্থা করে দেখা যায়, কবির মাঝি’র অভিযোগ সত্য। তাই আব্দুস সোবহানকে তার বড় ভাই মৃত শাহজাহান হাওলাদারের ওয়ারিশদের জমি বুঝিয়ে দেয়ার জন্য বলা হলেও তিনি তা বুঝিয়ে দিচ্ছেনা। এ নিয়ে বিরোধ চলছে। তবে আব্দুস সোবহান ও তার ছেলেরা কবির মাঝি’র সঙ্গে যা করছেন তা অন্যায়।