ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ভুয়া প্রকল্প দেখিয়ে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কালের কথা
জুলাই ৪, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

 

আনিসুর রহমান টুলু, বরগুনা।

বরগুনার বামনা উপজেলায় জি আর. কাবিখা, কাবিটা প্রকল্পের ৩৬১ মেট্রিকটন খাদ্যশষ্য এবং টিআর প্রকল্পের ১কোটি ৪ লাখ টাকা হরিলুটের মাধ্যমে সমুদয় অর্থ আত্মসাতের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন বামনার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বামনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান ছগীর। অভিযোগে তিনি বলেন, বামনা উপজেলায় ৩টি প্রকল্পের মাধ্যমে টি আর প্রকল্পের ৩০০ মেট্রিকটন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জি আর এর ৬১ মেট্রিকটন খাদ্যশস্য এবং ৪৮ টি প্রতিষ্ঠানের অনুকূলে উন্নয়ন প্রকল্প দেখিয়ে কাবিটার এক কোটি ৪ লাখ টাকা গায়েব করে ফেলেছে। হরিলুটের মাধ্যমে আত্মসাত করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ,
সংবাদ সম্মেলনে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সকলেই অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম ভূয়া প্রকল্প দেখিয়ে জুন ক্লোজিং এর আগেই টি আর এর এই ৩০০ মেট্রিকটন খাদ্যশষ্যের টাকা এবং টিআর প্রকল্পের ১কোটি ৪ লাখ টাকা ৬১ মেট্রিকটন জিআর এর চাল গায়েব করে ফেলেছে। তারা আরো বলেন, যে সকল প্রকল্প দেখানো হয়েছে সেখানে কোন কাজ হয়নি এবং সেই উন্নয়ন কাজ করতে এত বড় বরাদ্দে প্রয়োজন হয় না। সংবাদ সম্মেলনে বামনা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রুমি খানম, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার, ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এবং সকল ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ উস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: