ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন!

কালের কথা
জুন ১৭, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিনিধি, মঠবাড়িয়া, পিরোজপুর:   দৈনিক মানবজমিন, ৭১ টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুরের বকশিগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব।


শনিবার (১৭ জুন) বেলা ১০ টায় পৌরশহরের শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান শরীফ, মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল কবির এর সভাপতিত্বে যুগ্মসম্পাদক মর্তুজা হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন,সহসভাপতি আইউব আলী হাং,সহসভাপতি আফজাল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হাওলাদার, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা সুলতানা রোজি, সাংবাদিক সাইদুল হোসেন, রিয়াজুল ইসলাম সজিব প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মূল আসামী মাহামুদুল আলম বাবু ভারতে পালিয়ে যাবার প্রাক্কালে আইন শৃঙ্খলা বাহীনি কর্তৃক পঞ্চগড় থেকে গ্রেফতার করায় মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: