পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা পাথরঘাটায় ৬৫ দিনের নিষেধাজ্ঞ অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার করায় ২০ মন সামুদ্রিক মাছসহ ৪ জেলেকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
১২ জুন (সোমবার) পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে বিকেল সাড়ে ৬ টার দিকে সগীর কোম্পানির মালিকানাধীন এফবি তারেক নামের ট্রলাটিকে জব্দ করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ডের কনটিজেন্ট কমান্ডার মাহাবুবু রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ৬৫ দিনের আবোরধ চলাকালীন সময় আমাদের চোখ ফাঁকি দিয়ে গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে এই ট্রলারটি বিক্রির উদ্দেশ্যে পাথরঘাটা বিএফডিসি ঘাটে যাচ্ছে, আমরা তাৎক্ষণিক আমাদের একটি টিম বের হয়ে ঘাটে এসে ট্রলারটি তল্লাশি করে ২০ মন সামুদ্রিক মাছ ও ৪ জেলেকে আটক করতে সক্ষম হয়। পরে পাথরঘাটার মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র মাধ্যমে, স্থানীয় বিভিন্ন এতিমখানায় কিছু মাছ বিলিয়ে দেওয়া হয়। অবশিষ্ট মাছ নিলামের মাধ্যমে ৬৭ হাজার ৬’শ টাকায় বিক্রি করা হয় এবং ট্রলারটি ২০ হাজার টাকা জরিমান করে ৪ জেলের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন আমাদের এ অভিযান সামনেও অব্যাহত থাকবে।